শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আমদানির ৭৭ টন আলু এসেছে

নিজস্ব প্রতিবেদক

আমদানির অনুমতি দেওয়ার তিন দিনের মধ্যে ৭৭ মেট্রিক টন আলু দেশে এসেছে। এ ছাড়া গত তিন দিনে ১ লাখ ৭ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দাম কমাতে পণ্যটি যে পরিমাণ দরকার, সে পরিমাণ আমদানির অনুমতি দেওয়া হবে।

প্রতি কেজি আলুর দাম বেড়ে ৭০ টাকায় উন্নীত হওয়ার পর সোমবার সবজিটি আমদানির অনুমতি দিয়ে ব্যবসায়ীদের কাছে আবেদন আহ্বান করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই ঘোষণার পরপরই পণ্যটি আমদানির জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতরে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দেয়। এদিকে আমদানির খবরে আলুর দাম ৭০ টাকা থেকে ৬০ টাকা কেজিতে নেমেছে।

 দুই-এক দিনের মধ্যে আরও কমে আসবে বলে জানাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর