শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অক্টোবরে রপ্তানি কমেছে ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে এসে রপ্তানি আয় কমে গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন মাস রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির পর প্রথমবারের মতো অক্টোবরে এসে রপ্তানি কমে গেল। অক্টোবর মাসে ৩৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন সংকট নতুন করে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এ ছাড়া দেশে শ্রম খাতের মজুরি বৃদ্ধি নিয়ে যে আন্দোলন চলছে এটি দীর্ঘস্থায়ী হলে সামনের দিনগুলোতে রপ্তানি আয় আরও কমতে পারে। মাসভিত্তিক হিসেবে রপ্তানি আয় কমলেও সামগ্রিক হিসেবে এখনো ইতিবাচক রয়েছে প্রবৃদ্ধি। ইপিবির হিসাবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর প্রান্তিকে ১ হাজার ৭৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ৩ দশমিক ৫২ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে ১ হাজার ৬৮৫ কোটি ডলারের রপ্তানি আয় এসেছিল।

ইপিবির তথ্য অনুযায়ী তৈরি পোশাক, ওষুধ, কাগজ ইত্যাদি খাতের রপ্তানি বাড়লেও বেশির ভাগ খাতের রপ্তানি কমে গেছে। এগুলো হচ্ছে- চিংড়ি, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, তামাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, টেরিটাওয়েল, বাইসাইকেল, প্লাস্টিক ইত্যাদি।

সর্বশেষ খবর