শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উজ্জীবিত আওয়ামী লীগ, চ্যালেঞ্জে বিএনপি

♦ আওয়ামী লীগে সাংগঠনিক তৎপরতা, সাজসাজ রব ♦ নাশকতার মামলায় বিএনপি নেতাদের বাড়ি বাড়ি অভিযান

সামছুজ্জামান শাহীন, খুলনা

দ্বাদশ সংসদ নির্বাচন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে আওয়ামী লীগ। খুলনার সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা সফল করতে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে খুলনায়। সড়কজুড়ে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে সরকারের সাফল্যসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে ২৮ অক্টোবর ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গ্রেফতার আতঙ্কে রয়েছেন খুলনা বিএনপি নেতারা। প্রথম দফায় সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচিতে রাজপথে দেখা মেলেনি শীর্ষ নেতাদের অনেকের। এর মধ্যে বিভিন্ন থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা করেছে পুলিশ। ফলে খুলনায় একদিকে সাংগঠনিক তৎপরতায় উজ্জীবিত রয়েছে আওয়ামী লীগ, অন্যদিকে গ্রেফতার আতঙ্কে সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি নেতা-কর্মীরা। জানা যায়, সর্বশেষ ২০১৮ সালের ৩ মার্চ সাংগঠনিক জনসভায় যোগ দিতে খুলনায় আসেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে ঘিরে এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, বিএনপি ও জামায়াতের দেশব্যাপী হত্যা, সন্ত্রাস অবরোধের জবাব হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্কিট হাউসের জনসভার মধ্য দিয়ে। গতকাল মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাংগঠনিক তৎপরতা বেড়েছে, এতে নেতা-কর্মীরাও উজ্জীবিত হয়েছেন। প্রধানমন্ত্রীর এবারের এ জনসভা হবে স্মরণকালের ঐতিহাসিক সেরা জনসভা। অন্যদিকে ২৮ অক্টোবরের পর খুলনার বিভিন্ন থানায় নাশকতার পাঁচটি মামলায় বিএনপির প্রায় ২ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। নাশকতার মামলায় ২ নভেম্বর নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানকে গ্রেফতার করা হয়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, বটিয়াঘাটা থানায় বিস্ফোরক আইনের মামলায় আমির এজাজ খানকে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। নগর বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব মিজানুর রহমান মিল্টন জানান, স্থানীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর