শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গতকাল জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও চার নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন -বাংলাদেশ প্রতিদিন

শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। প্রতি বছরের মতো গতকালও দিনটি উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সূর্য উদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টার পর বনানী কবরস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর