শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে ঋত্বিক উৎসব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) তার পৈতৃকভিটা রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের চলচ্চিত্র উৎসব। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত হবে ‘ঋত্বিক সম্মাননা পদক প্রদান ও চলচ্চিত্র উৎসব’। আয়োজন করেছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি। এবার এই উৎসবের ১১তম আসর। জানা গেছে, আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ঋত্বিক ঘটকের পৈতৃকভিটায় দেওয়া হবে ঋত্বিক সম্মাননা পদক। এ বছর এ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক শামীম আখতার ও রাকিবুল হাসান এবং ভারতের চলচ্চিত্রকর্মী অমিতাভ ঘোষ ও মধু জনার্দন। কাল থেকে লালন মঞ্চে প্রদর্শিত হবে চলচ্চিত্র। আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে মনোনীত হয়েছে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ বলেন, ‘প্রতি বছরই আমরা কালজয়ী পরিচালক ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করি। এবারও সম্মাননা প্রদান ও চলচিত্র প্রদর্শনী থাকছে। দেশ ও দেশের বাইরে থেকে গুণীজনরা অংশ নেবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর