শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যাংক বুথের ২৬ লাখ টাকা লুটে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ডাচ-বাংলা ব্যাংকের একটি বুথ থেকে টাকা লুটের ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা লুটের ঘটনায় কোম্পানির ইনচার্জ সন্দ্বীপন দাস গতকাল সিলেটের বিমানবন্দর থানায় মামলা করার পরপরই আলবাব হোসেন নামের ওই সিকিউরিটি কোম্পানির কর্মকর্তাকে আটক করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর সিলেট নগরীর সুবিদবাজারের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ‘ক্যাশজ্যাম’ জনিত কারণে তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে কর্মকর্তারা ২৬ লাখ ৩২ হাজার টাকার গরমিল পান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পরে দু-তিনজন ব্যাংক বুথের ভোল্ট খুলে টাকা নিয়ে যাচ্ছেন। মামলায় কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হককে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনি জানান, এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসি ফুটেজ দেখে ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর