রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে শিশুদের জন্য কোনো পার্ক নেই

ইমরান এমি, চট্টগ্রাম

দিন দিন বিলীন হয়ে যাচ্ছে শিশুদের শৈশব। একসময় নগরে বেশ কয়েকটি শিশুপার্ক থাকলেও এখন তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। যার কারণে বন্দরনগরী চট্টগ্রামে শিশু-কিশোরদের বিনোদনের কোনো সুযোগ নেই। যে কয়েকটি খোলা মাঠ আছে তাও শিশুদের জন্য খেলার উপযোগী নয়। যার কারণে ঘরবন্দি শিশুদের নিয়ে খোলা পরিবেশে খেলার যে শৈশব তা বিলীন হতে বসেছে। বাধ্য হয়েই অভিভাবকরা এখন শিশুদের হাতে তুলে দিচ্ছেন স্মার্টফোন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমাদের শিশুদের জন্য নগরে পর্যাপ্ত বিনোদনের জায়গা নেই এটা ঠিক। তবে আমরা ডিসি পার্ক যেটা করেছি সেখানে শিশুদের জন্য আলাদা একটা জোন করেছি। কর্ণফুলী নদীর তীরে যেটা করতে চেয়েছি সেখানে করার পরিকল্পনা ছিল, কিন্তু জায়গার মালিকানা জটিলতার কারণে তা এগোনো যাচ্ছে না। কাজীর দেউড়ি শিশুপার্কটি আসলে বৈধতা ছিল না, যার কারণে সেটি বৈধ মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সিটি করপোরেশন নতুন একটি জায়গায় পার্কের ইজারাদারদের পার্ক করার জন্য জায়গা বরাদ্দ দিচ্ছে। আমরাও চেষ্টা করছি, শিশুদের জন্য মাঠ ও পার্ক করার জন্য। নগরবাসীর অভিযোগ, গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরী শিশু-কিশোরদের জন্য মুক্ত পরিবেশে খেলাধুলা করার জন্য প্রতিটি ওয়ার্ডে পার্ক করার অঙ্গীকার করেছেন। কিন্তু নির্বাচিত হওয়ার প্রায় তিন বছর পার হলেও এখনো নির্বাচনি অঙ্গীকার পূরণে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জাতিসংঘ পার্ক, কাজীর দেউড়ি শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরী পার্ক, কর্ণফুলী শিশুপার্ক, শেখ রাসেল পার্ক ছিল নগরবাসীর বিনোদনের অন্যতম জায়গা। সময়ের পরিক্রমায় এখন তা হারিয়ে যেতে বসেছে। নগরের কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউসসংলগ্ন শিশুপার্কটি সিলগালা করে দিয়ে জমির মালিক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে নগরবাসীর জন্য এখন বিনোদনের জায়গা হিসেবে রয়েছে সিআরবি, স্বাধীনতা কমপ্লেক্স ও পতেঙ্গা সমুদ্রসৈকত। নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে ফৌজদারহাট ডিসি পার্কটি। সরকারি ছুটির দিন অন্যান্য দিনে ডিসি পার্কে দর্শনার্থীদের ভিড় থাকে সব সময়। বিস্তীর্ণ জলরাশি আর তার পাড় ঘেঁষেই ফুলের সাম্রাজ্য এ ডিসি পার্কে। শীতপ্রধান দেশের রানি টিউলিপ ফুল থেকে শুরু করে দেশীয় গাঁদা, লাল, নীল, হলুদ বর্ণের ডালিয়া ছাড়াও আছে নানা বর্ণের মেরিগোল্ড, চন্দ্রমল্লিকার মতো রংবেরঙের ফুল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর