রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে কান দেবেন না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে কান দেবেন না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি। আমাদের লক্ষ্য সন্তানদের যথাযথভাবে গড়ে তোলা, তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে। কিন্তু নতুন শিক্ষাক্রম নিয়ে নানা অপপ্রচার চলছে। নোট গাইড ও কোচিং ব্যবসায়ীরা এই অপপ্রচার করছেন। মূলত তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে তারা এসব করছেন। রাজধানীর ইডেন কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। সবাইকে বলব ওইসব গুজবে কান দেবেন না। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

সর্বশেষ খবর