রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তফসিল ঘোষণার পরিণতি হবে ভয়াবহ : বাম জোট

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল সিপিবি অফিসে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় নেতারা বলেন, রাজনৈতিক সংকটের সমাধান না করে গণদাবি উপেক্ষা করে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিণতি হবে ভয়াবহ। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ। সভায় দেশের বর্তমান সংঘাত-সংঘর্ষময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিরোধী মত দমনে সভা সমাবেশে হামলা, গায়েবি মামলা, বিরোধী নেতারাসহ গণগ্রেফতারের ঘটনা আগামী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানকে অনিশ্চিত করে তুলছে।

নেতারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকারকে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর