রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সিন্ডিকেট ভাঙার দাবি

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছে সম্মিলিত জাতীয় জোট। গতকাল পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচন সভায় এ কথা বলেন জোটের মহাসচিব ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিম। খন্দকার মো. ইমদাদুল হক সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ অনেক অনেক হয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা জরুরি। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা প্রয়োজন। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের মাধ্যমে হত্যাযজ্ঞ চালাচ্ছে। জনগণ তা প্রতিহত করবে।

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনে ভোট করবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর