রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জেলহত্যা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়

প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

১৯৭৫ সালের ৩ নভেম্বরে জেলহত্যা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, জাতীয় চার নেতাকে হত্যা করে হত্যাকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন ও এ দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জেলে জাতীয় চার নেতার নৃশংস হত্যাকা  ইতিহাসের জঘন্যতম ঘটনা। ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল আরও বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ ডেকে দেশের বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সাধারণ মানুষ হরতাল-অবরোধ পছন্দ করছে না। তারা আয় রোজগারের জন্য ঘর থেকে বেরিয়ে আসছে। তিনি বলেন, সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহৎ জোট গঠন করে প্রগতিশীল ইসলামী জোট ৩০০ আসনে ভোট করবে। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর