রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্ষমতা ছেড়ে দেওয়া ছাড়া সরকারের পথ নেই : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

জনগণের ভাষা বুঝে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানো ছাড়া সরকারের জন্য ভিন্ন কোনো পথ খোলা নেই। গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি, সরকারদলীয় নেতা-কর্মী ও প্রশাসনের হুমকি-ধমকির পরও দেশবাসী শুক্রবার স্বতঃস্ফূর্তভাবে মহাসমাবেশ সফল করে সরকারের প্রতি মেসেজ দিয়েছে। সরকারের উপলব্ধি করা উচিত, বোঝা উচিত জনগণের ভাষা। মহাসমাবেশ সফল করায় দলের পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, ব্যবসায়ী, সংগঠনের জেলা, মহানগর, থানা-পৌরসভা, ইউনিয়নসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সব সময়ই দেশ ও জাতির কল্যাণে যথাযথ ভূমিকা পালন করবে এটাই দেশবাসীর প্রত্যাশা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর