সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিদায়ের ক্ষণ গুনছেন মেয়র সাদিক

রাহাত খান, বরিশাল

বিদায়ের ক্ষণ গুনছেন মেয়র সাদিক

পাঁচ বছর দায়িত্ব পালন শেষে বিদায়ের ক্ষণ গুনছেন বরিশালের বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। নির্ধারিত মেয়াদের ছয় দিন আগেই অব্যাহতি নিচ্ছেন তিনি। অপরদিকে নতুন মেয়রকে বরণের প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে নতুন মেয়রের নির্বাচনী কার্যালয় এলাকায় করা হয়েছে নজরকাড়া আলোকসজ্জা। সদর রোড এবং ফজলুল হক এভিনিউতে নির্মিত হয়েছে একাধিক তোরণ। পাঁচ বছর নগর ভবন চালিয়েছেন সিটি করপোরেশনের চতুর্থ পরিষদের মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ১৪ নভেম্বর পাঁচ বছর মেয়াদপূর্তি হচ্ছে মেয়র সাদিক আবদুল্লাহর। বিদায়ের ক্ষণ গণনা করছেন তিনি। বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী পরিষদের প্যানেল মেয়র-১ গাজী নাইমুল হোসেন লিটু জানান, ১৪ নভেম্বর মেয়াদ পূর্তির ছয় দিন আগে ৯ নভেম্বর অব্যাহতি নিয়ে মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠাবেন বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। ১৪ নভেম্বর নতুন মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেবেন। ওইদিন কাউন্সিলরদের পক্ষে নতুন মেয়রকে অভ্যর্থনা জানাতে গতকাল বিকালে বিসিসির বর্তমান পরিষদের কাউন্সিলদের নিয়ে এক সভা করেন বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। লিটু জানান, ১৪ নভেম্বর নতুন মেয়র নগর ভবনের ফটকে পৌঁছামাত্র তাকে সাদরে গ্রহণ করবেন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। নতুন মেয়র আসন গ্রহণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন তারা। এভাবেই তার দিনটি শুরু হবে। নতুন মেয়রের নির্বাচন পরিচালনা কমিটির দফতর বিষয়ক প্রধান ও আইনজীবী লস্কর নুরুল হক জানান, নতুন মেয়রকে নগর ভবনে বরণ করবে সিটি করপোরেশন। জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের পর বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় স্বাগত বক্তব্য দেবেন বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা। এরপর অতিথিরা বক্তব্য দেবেন। ওই সভায় নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। নতুন মেয়রের নির্বাচনী প্রচারণা কমিটির মিডিয়া বিষয়ক প্রধান ফরহাদ বিন আলম জাকির জানান, নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে তার শুভাকাক্সক্ষীরা সদর রোড ও ফজলুল হক এভিনিউতে একাধিক তোরণ নির্মাণ করেছেন। নির্বাচনী কার্যালয় এলাকায় করেছেন আলোকসজ্জা। ভক্তরা আতশবাজি উৎসবের প্রস্তুতি নিয়েছেন। সিটি করপোরেশনের নতুন পরিষদের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর