মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নগরবাসীকে উন্নয়ন কাজ বুঝে নেওয়ার আহ্বান মেয়রের

কেসিসির ১০৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৮২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল নগর ভবন মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এ বাজেট ঘোষণা করেন। এটি কেসিসির ৩৩ বছরের ইতিহাসে সর্ববৃহৎ অঙ্কের বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৬ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৩৬ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা।

সিটি মেয়র বলেন, নতুন কর আরোপ না করেই বাজেটে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি উন্নয়নকাজ নগরবাসীকে বুঝে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নগরীতে প্রায় আড়াই শ রাস্তা ড্রেন-খাল সংস্কারের কাজ চলমান আছে। দ্রুততম সময়ের মধ্যে এ কাজ শেষ করা হবে। উন্নয়নকাজের পেছনে যে অর্থ ব্যয় হয় তা যেন কাজে লাগে। নিম্নমানের কাজ হলে স্থানীয়রা বাধা দেবেন। রাস্তা-ড্রেনের যে কাজ হবে তা যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়। এর আগে ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮৬১ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা; যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১ শতাংশ। এবারের বাজেটে সড়ক-ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, ডেঙ্গু মোকাবিলায় মশা নিধন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। অনুষ্ঠানে বাজেট প্রণয়ন কমিটির আহ্বায়ক ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবার টিপু উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর