মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ সীমান্তে মৌচাকের স্মার্ট ফেন্সিং

দীপক দেবনাথ, কলকাতা

মানব পাচার, গবাদিপশু পাচারসহ যে কোনো ধরনের সীমান্ত নাশকতা রুখতে অনন্য পদক্ষেপ নিল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। রবিবার বাহিনীর দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার সীমান্ত এলাকায় জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে মৌমাছি পালন এবং মিশন মধু পরীক্ষার একটি অগ্রণী প্রকল্প শুরু করে, যা মৌমাছি পালন এবং মিশন মধুকে প্রচার করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’-এর আওতায় সীমান্তবর্তী গ্রামগুলো সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক পাইলট প্রকল্প হিসেবে এই প্রকল্পটি চালু করা হচ্ছে। এই উদ্ভাবনী প্রকল্পের আওতায় সীমান্তের বেড়ার কাছে কৌশলগতভাবে মৌমাছির বাক্স স্থাপন করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর