শিরোনাম
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরের সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। আইএসপিআর জানায়, গতকাল খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের ষষ্ঠ কোর পুনর্মিলনী ও ৪২তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান জাহানাবাদ সেনানিবাসে ৫০ শয্যার একটি সম্মিলিত সামরিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, এর আগে ৫ নভেম্বর আর্মি সার্ভিস কোরের সপ্তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর্মি সার্ভিস কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনীতে সেনাপ্রধানের উপস্থিতি কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর