মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিতু হত্যা মামলায় আরও ১০ জনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এ মামলার মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ জসিম উদ্দীনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্যদাতারা হলেন- ইপিক হেলথ কেয়ারের ইঞ্জিনিয়ার সোহেল রানা, ম্যানেজার আরেক হোসেন, জুমাইরা হোল্ডিংসের ম্যানেজার আতিক হাসান, কেয়ারটেকার সাহাবউদ্দিন, হোটেল ওয়েল পার্কের ম্যানেজার মঈনুল হাসান, কর্মকর্তা বিশ্বনাথ দাশ, ওয়েল ফুডের আইটি অফিসার শহীদুল আলম, কর্মচারী আলাউদ্দিন, ডিবির সাবেক এএসআই নজরুল ইসলাম (ফুটেজ কালেকশন) ও কনস্টেবল মিল্টন দে। আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, মিতু হত্যা মামলায় পুলিশের এএসআইসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ এবং জেরাও শেষ হয়েছে।

এখন পর্যন্ত মামলার ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইয়ের তদন্তে এ খুনে বাবুল আক্তারের সংশ্লিষ্টতার পায়। এরপর ঘুরে যায় আলোচিত এ মামলার তদন্ত। এরপর গ্রেফতার করা হয় বাবুল আক্তারকে। ওই মামলায় বাবুল বর্তমানে কারাগারে। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলার ২ হাজার ৮৪ পৃষ্ঠার অভিযোগপত্র দেয় পিবিআই। যাতে বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করা হয়। গত ১৩ মার্চ বিচারকাজ শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর