বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রায় পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ নভেম্বর খুলনায় আসছেন। ওই দিন নগরীর সার্কিট হাউস ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। একই সঙ্গে ২২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা প্রশাসন এরই মধ্যে উন্নয়ন প্রকল্পের তালিকা প্রস্তুত করেছে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, প্রস্তাবিত প্রকল্পগুলোর তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেগুলো সেখানে যাচাই-বাছাই করা হচ্ছে। মতামতের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হবে। সেই তালিকায় প্রকল্প সংখ্যা বাড়তে বা কমতে পারে।

জানা যায়, নগরীর সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণকাজসহ গণপূর্ত বিভাগের আটটি উন্নয়ন প্রকল্প, পশ্চিম বন বিভাগের পর্যটন সুবিধা সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১০টি উন্নয়ন প্রকল্প, এলজিইডির ডুমুরিয়া ভদ্রা নদীর ওপর গার্ডার সেতু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন প্রকল্প ও জলাবদ্ধতা দূরীকরণের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে খালিশপুর বিআইডিসি রোডে ড্রেন ফুটপাত নির্মাণ রাস্তা প্রশস্তকরণ পুনঃনির্মাণকাজ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের ছয়তলা নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে মাথাভাঙ্গা স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণকাজ ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচতলা একাডেমিক কাম চারতলা প্রশাসনিক ও ওয়ার্কসপ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ১৩ নভেম্বর জনসভা সফল করার আহ্বান জানান। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৩ মার্চ সাংগঠনিক জনসভায় যোগ দিতে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর