বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে শেয়ারবাজারে সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।  দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। দাম কমেছে ৮৭টির। আর ১৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। তবে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫০ কোটি ১ লাখ টাকা। টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ২৫ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। দাম কমেছে ৪৭টির এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৮০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭ কোটি ৫৯ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর