শিরোনাম
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুলিশের ৩২৯ কর্মকর্তার পদোন্নতি

অতিরিক্ত ডিআইজি ১৫২, এসপি ১৭৭

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ৩২৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ১৫২ জন এবং পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে ১৭৭ জনকে। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। জানা গেছে, অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি পাওয়া ১৫২ পুলিশ কর্মকর্তার মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন। ১২ জন স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন। অতিরিক্ত ডিআইজি পদে ১২ জন স্বাভাবিক পদোন্নতি পাওয়া কর্মকর্তা হলেন আবদুল ওয়ারীশ, সরকার মোহাম্মদ কায়সার, মুহাম্মদ আশরাফ হোসেন, এ এইচ এম আবদুর রকিব, মোহাম্মদ আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, মোহাম্মদ শরিফুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, প্রলয় কুমার জোয়ারদার ও আসমা সিদ্দিকা মিলি। সুপার নিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত কয়েকজন হলেন মোহাম্মদ সারোয়ার হোসেন, আহসান হাবিব পলাশ, মো. সাহেদ আল মাসুদ, রিফাত রহমান শামীম, মশিউর রহমান, নাবিদ কামাল শৈবাল, মো. সোহেল রানা, সুনন্দা রায় প্রমুখ। এসপি পদে (গ্রেড-৫) পদোন্নতি পাওয়া ১৭৭ পুলিশ কর্মকর্তার মধ্যে সুপার নিউমারারি এসপি হয়েছেন ১৫০ জন। ২৭ জন স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫০টি সুপার নিউমারারি পদের বিপরীতে ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলো। যেসব কর্মকর্তা মিশনে, শিক্ষা ছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সেসব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না। পদগুলোয় কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃষ্টির তারিখ থেকে ১৫০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পদ শূন্য না থাকায় পুলিশ সদর দফতর থেকে ‘সংখ্যাতিরিক্ত পদ’ তৈরি করে প্রায় ৫২৯ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ১৫ অতিরিক্ত আইজি (গ্রেড-১), ৩৫ অতিরিক্ত আইজি (গ্রেড-২), ১৪০ ডিআইজি, ১৫০ অতিরিক্ত ডিআইজি ও ১৯০ এসপির পদোন্নতির প্রস্তাব ছিল। পরে কাটছাঁট করে অতিরিক্ত ডিআইজির ১৪০, এসপির ১৫০- এ মোট ২৯০টি সুপার নিউমারারি পদ সৃষ্টি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করা হয়। এরপর আরও ১২ জনকে অতিরিক্ত ডিআইজি ও ২৭ জনকে এসপি পদে স্বাভাবিক পদোন্নতি দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর