বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিচারপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় : আমু

ঝালকাঠি প্রতিনিধি

বিচারপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। তিনি বলেন, বিচারব্যবস্থাকে প্রভাবমুক্ত করতে আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে। বিচারকরা তাদের কাজে পূর্ণ স্বাধীনতা পেয়েছেন। বিচারপ্রার্থীরা যেন কোনো রকমের হয়রানি শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গতকাল ঝালকাঠিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আটতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম। পরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর