শিরোনাম
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেখ হাসিনার আমলে মানুষের মর্যাদা বেড়েছে : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার আমলে মানুষের মর্যাদা বেড়েছে : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সুশাসনের কারণে দেশের মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আগে দেশের মানুষের সম্মান ছিল না। মৌলিক অধিকার ছিল না। শেখ হাসিনাই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েই শেখ হাসিনাকে প্রতিদান দেবে। প্রতিমন্ত্রী গতকাল শরীয়তপুর জেলার গোসাইরহাট নবঘোষিত পট্টি নদী বন্দরের উদ্ধোধন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, শরীয়তপুরসহ আশপাশের অঞ্চলের অর্থনীতির জন্য গোসাইরহাট-পট্টি নদীবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনীতি যেহেতু ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে সেখানে গোসাইরহাট ও শরীয়তপুরের এই অঞ্চল পিছিয়ে থাকবে না। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ সব কিছুর সঙ্গে এই নৌপথ যুক্ত থাকবে। এ এলাকার আগামী দিনের অর্থনীতির ক্ষেত্রে এই বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, শরীয়তপুরের মধ্যে প্রান্তিক পর্যায়ে পট্টি নদীবন্দর বিআইডব্লিউটিএ-এর ৪৫তম নৌবন্দর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর