বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি ১২ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক

সব রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে দাবি জানিয়েছেন ১২দলীয় জোটের শীর্ষনেতা জাতীয় পার্টির (কাজী জাফর )মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, সভ্য জগতে একটি দেশে গণতন্ত্রের টুঁটি চেপে ধরে বিরোধী দলের সব নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখা শুধু নিন্দাজনক নয় লজ্জা এবং হতাশার ব্যাপার। নিরস্ত্র ও নিয়মতান্ত্রিক আন্দোলনকে সরকার যেভাবে যুদ্ধের আবহ তৈরি করেছে তাতে জাতিসংঘ এবং গণতান্ত্রিক দুনিয়ার নীরব থাকার কোনো যৌক্তিকতা দেখি না।

গতকাল রাজধানীর আসাদগেটে জাগপা মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির একথা বলেন সাবেক এই মন্ত্রী। মোস্তফা জামাল হায়দার আরও বলেন, এবার ক্ষমতা হারালে আওয়ামী লীগ দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা থেকে দূরে সরে যাবে। তিনি বলেন, সারাজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করে আওয়ামী লীগ স্বাধীনতা লাভের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করে। সেই আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল। বর্তমান সরকার গণতন্ত্রকে কবর দিয়ে বাকশালের দ্বিতীয় সংস্করণ চালু করতে শুরু করেছে। ১২দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর