বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত হচ্ছে খুলনা

নৌকা পদ্মা সেতুর আদলে হবে জনসভা মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নৌকা ও পদ্মা সেতুর আদলে খুলনা সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে চলছে মাঠ তৈরির প্রস্তুতি। সার্কিট হাউসের আশপাশের সড়কগুলোয় কার্পেটিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে গোটা নগরী। জানা যায়, প্রায় পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ নভেম্বর খুলনায় আসছেন। ওই দিন নগরীর সার্কিট হাউস ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান আওয়ামী লীগ নেতারা। গতকাল খুলনা সার্কিট হাউস মাঠ পরিদর্শনে এসে দলের সিনিয়র নেতারা এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক উপস্থিত ছিলেন। মঞ্চ তৈরিসহ সভাস্থলের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করে বিএনপি-জামায়াত দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ১৩ নভেম্বর খুলনার জনসভায় এদের বিরুদ্ধে জনগণকে একত্র হওয়ার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য মহানগর, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠন প্রস্তুতি সভা, বর্ধিত সভা ও কর্মিসভা করছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর