বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে ১৬০০ রাউন্ড ‘গুলিসদৃশ বস্তু’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহআলীতে ১ হাজার ৬০০ রাউন্ড গুলিসদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ। গতকাল সকালে চিড়িয়াখানা রোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিসদৃশ এসব ধাতব বস্তু উদ্ধার করা হয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো নাশকতা কি না বা কী উদ্দেশ্যে কে বা কারা গুলিসদৃশ বস্তু রেখে গেছে তার তদন্ত চলছে বলে জানান ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ। তিনি বলেন, গুলিসদৃশ বস্তুগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞ মতামত ছাড়া এগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।  এগুলো দেখতে সোনালি রঙের, যার সম্মুখ ভাগ লাল রঙের। প্রতিটি বস্তু ০.৫০ ইঞ্চি লম্বা। এর গায়ে কোনো মুদ্রিত বা খোদাইকৃত কিছু লেখা নেই। গুলিসদৃশ এসব ধাতব বস্তু শনাক্তে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালিস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর