বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠানের কথা ছিল। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত ভাইভা নেওয়ার পর আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ধাপের প্রার্থীদের নিয়োগ দিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে। এর আগে প্রথম ধাপের লিখিত পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রের সংখ্যা ও প্রার্থী ধারণক্ষমতার তথ্য জানতে চেয়ে গত ২৫ সেপ্টেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর