বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রাকচাপায় মৃত্যু গণসংহতি আন্দোলনের দুই কর্মীর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ ইস্কাটনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ নেতা আরিফুল ইসলাম আরিফ (৪০) ও তার বন্ধু সৌভিক করীম অর্জুন (৪২)। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছুটে যান রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও স্বজনরা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও হাসপাতালে ছুটে যান। এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক মগবাজারের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে বলা হয়, ওই সড়কে দুই বাইক আরোহীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে আছে। আমরা গিয়ে দেখি বাংলামোটর থেকে মগবাজারগামী রাস্তায় ফ্লাইওভারে ওঠার আগেই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় এ সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। ওসি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও দেখে ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। জানা গেছে, আরিফুলের গ্রামের বাড়ি পঞ্চগড়, ঢাকায় থাকতেন নিউ ইস্কাটনে। প্রকাশনা সংস্থা ইউপিএলের বিপণন বিভাগে কাজ করতেন তিনি। আর সৌভিকের গ্রামের বাড়ি নোয়াখালীতে, ঢাকায় থাকতেন মগবাজারে। ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা সৌভিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্বজনরা জানিয়েছেন, গতকাল জোহরের নামাজের পর ইস্কাটন গার্ডেন মসজিদে আরিফ ও সৌভিকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। সাবেক এই দুই ছাত্রনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর