শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
একই পরিবারের সাতজনের মৃত্যু

এখনো অধরা ঘাতক বাসচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পার হলেও এখনো ঘাতক বাসচালককে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নিহত সাতজনের শেষকৃত্য গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনার পরপরই মামলা করা হয়েছে। এখনো ঘাতক বাসের চালককে শনাক্ত করা যায়নি। আমরা মালিক পক্ষের সঙ্গেও আলোচনা করছি, আমরা উভয়ে মিলে চেষ্টা করছি অভিযুক্তকে শনাক্ত করার জন্য। তবে দ্রুত সময়ে অভিযুক্ত শনাক্ত করতে পারব। গত মঙ্গলবার সকালে হাটহাজারীর চারিয়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বাস-অটোরিকশার মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মা-মেয়ে, ননদসহ একই পরিবারের সাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়ে হাসপাতালে ভর্তি সিএনজিচালকসহ নিহতদের আরেক নিকটাত্মীয়। নিহতরা সবাই চট্টগ্রামের চন্দনাইশের জোয়ারার বাসিন্দা। বুধবার দুপুরে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নিহতের বড় ভাই বাবুল দাশ বলেন, রীতা ও তার মেয়ে বাকপ্রতিবন্ধী শ্রাবন্তী ও ভাতিজা বিপ্লবকে শ্মশানে দাহ করা হয়েছে। বর্ষা এবং যমজ দুই ছেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মাটিতে সমাহিত করা হয়েছে।

তাদের সঙ্গে মারা যাওয়া চিনুকে চন্দনাইশের সাতবাড়িয়ায় তাদের পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে। ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর