রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জবি উপাচার্যের ইন্তেকাল

তিন দিনের শোক ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জবি উপাচার্যের ইন্তেকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক আর নেই। গতকাল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য শনিবার, রবিবার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। তিন দফা জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া প্রমুখ।  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের কোলন ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি দেশে ফিরে আসেন। তিনি ১৯৫৭ সালের ১ জুলাই পাবনায় জন্মগ্রহণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর