রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তফসিলের আগেই প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ৩০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোট। গতকাল পুরানা পল্টন সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের মহাসচিব ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিম। এ সময় তিনি জানান, ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরমধ্যে দলের মহাসচিব ঝিনাইদহ-২, ঢাকা-৪, খুলনা-৫/৬, গাইবান্ধা-৩/৫’র যেকোনো একটি আসনে প্রার্থী হবেন। এ ছাড়া লক্ষ্মীপুর-২, পিরোজপুর-৩, কিশোরগঞ্জ-৭, কুমিল্লা-১, বরিশাল-২, পটুয়াখালী-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, কুমিল্লা-১১, রাজশাহী-৪, চাঁপাইনবাবগঞ্জ-১, পটুয়াখালী-৪, ঢাকা-২, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-১, ফরিদপুর-৪, ঠাকুরগাঁও-২, ময়মনসিংহ-১০, মুন্সীগঞ্জ-১, সাতক্ষীরা-৩, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৬, নোয়াখালী-১, কক্সবাজার-২, গোপালগঞ্জ-১, নড়াইল-১, বরগুনা-২ ও চাঁদপুর-১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

সর্বশেষ খবর