রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঘোড়াশালে ইউরিয়া সার কারখানা উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন আজ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কারখানাটিতে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন হবে। এর মাধ্যমে দেশের ইউরিয়া সার আমদানিতে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাটি উদ্বোধন করবেন। শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, ইউরিয়া সারের বছরে চাহিদা ২৬ লাখ টন। এই কারখানায় সার উৎপাদন শুরু হলে সার আমদানি বাবদ প্রায় ৭ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ সার কারখানা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৯২০ কোটি টাকা বৈদেশিক ঋণ। ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাটিতে দৈনিক ২ হাজার ৮০০ টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সর্বশেষ খবর