রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের আগে ২৪০ উপসচিব হলেন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সমপদের ২৪০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা রয়েছেন। তারা সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর একান্ত সচিব ও বিদেশে বিভিন্ন দূতাবাসে নিয়োজিত ছিলেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশ জারি করে পদোন্নতি দেওয়া হয়। নিয়মানুযায়ী, পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে।

তবে বেশির ভাগ কর্মকর্তাকে আগের পদেই পদায়ন করা হবে বলেও জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এবার পদোন্নতিতে বিসিএস ২৯তম ব্যাচকে মূল বিবেচনায় নেওয়া হয়। এ ছাড়া পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও রয়েছেন। এর আগে গত বছরে নভেম্বরে ২৫৭ কর্মকর্তাকে উপসচিব পদোন্নতি দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর