সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী খুলনায় আসছেন আজ

সামছুজ্জামান শাহীন, খুলনা

পদ্মা সেতু চালু, মোংলা বন্দর উন্নয়ন ও খুলনা-মোংলা রেললাইন ঘিরে অর্থনীতির নতুন স্বপ্ন দেখছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। সেই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো ও নতুন শিল্প-কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানে অপার সম্ভাবনার বিস্তার ঘটবে। এদিকে অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুলনার বিভাগীয় জনসভায় ২৪টি প্রকল্প উদ্বোধন করবেন। একই সঙ্গে বিমানবন্দর, রূপসা-তেরখাদা-দিঘলিয়াকে খুলনা শহরের সঙ্গে যুক্ত করতে রূপসা নদীর তলদেশে টানেল নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহসহ ১৮ দফা দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। এসব দাবি পূরণ হলে ‘শিল্পনগরী’ হিসেবে হারানো ঐতিহ্য ফিরে পাবে খুলনা। জানা যায়, প্রায় পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুলনায় আসছেন। নগরীর সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। সার্কিট হাউস ময়দানে নৌকা ও পদ্মা সেতুর আদলে জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টার, বিলবোর্ড, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে গোটা নগরী। জনসভাস্থলে নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্য রূপসা ঘাটে ফেরি পন্টুনের ব্যবস্থা করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন, পদ্মা সেতুর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। খুলনা থেকে ঢাকায় যেতে একসময় ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগত। এখন কৃষক ও মৎস্য ব্যবসায়ীরা কয়েক ঘণ্টায় উৎপাদিত সবজি, মাছ ঢাকায় গিয়ে বিক্রি করে ফিরে আসছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ১৯৯৬ সালে রূপসা ব্রিজ করেছেন, বাগেরহাটে দরাটানা, মোল্লারহাট ব্রিজ করে দিয়েছেন। বিএনপি মোংলা পোর্ট বন্ধ করে দিয়েছিল, সেই পোর্ট শেখ হাসিনা আবারও চালু করেছেন।

২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন    প্রধানমন্ত্রী: সাউথ সেন্ট্রাল  রোডে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজসহ গণপূর্ত বিভাগে আটটি উন্নয়ন প্রকল্প, পশ্চিম বনবিভাগের পর্যটন সুবিধা সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১০টি উন্নয়ন প্রকল্প, এলজিইডির ডুমুরিয়া ভদ্রা নদীর ওপর গার্ডার সেতু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর