সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সাড়ে ১৪০০ কোটি টাকা বরাদ্দ

শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাল সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল দুপুরে নগরভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। গতকাল দুপুর ১২টার দিকে নগরভবন থেকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় নগরীর প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষও অংশ নেয়। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। শহীদ মিনারে শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাই বিভিন্ন সময় তিনি নগরবাসীর কল্যাণে বড় বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর