শিরোনাম
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা ছয় দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় হওয়া মামলায় বিএনপির সমমনা ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রফিকুল ইসলাম। আসামিপক্ষের অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে শনিবার রাজধানীর সেগুনবাগিচা থেকে এহসানুল হুদাকে আটক করে গোয়েন্দা পুলিশ। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতা-কর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক ও গেটে হামলা চালান। তারা ভিতরে ইটপাটকেল ছুড়তে থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর