সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রথমবারের মতো ৬০ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো একটি বড় চালান আউটবার (বহির্নোঙর) ফেয়ারওয়েতে নোঙর করেছে। লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি মানা নামের বিশাল এই মাদার ভেসেলটি ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা নিয়ে সরাসরি মোংলায় আসার খবর নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো একটি বড় চালান মোংলা বন্দরের আউটবার (বহির্নোঙর) ফেয়ারওয়েতে নোঙর করেছে। কয়লার এতবড় চালান মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে আসেনি। বন্দরের আউটবারে (বহির্নোঙর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি কয়লা নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর