শিরোনাম
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
শ্রম খাত নিয়ে আলোচনা

ঢাকায় ইইউ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে গতকাল ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ইইউর প্রতিনিধি দলের ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি চার্লস হোয়াইটলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চার্লস লিখেছেন, শ্রম অধিকার এবং মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অংশীজনদের সঙ্গে ইইউর অবস্থান বিনিময় করতে ঢাকায় এসেছে প্রতিনিধি দল। প্রতিনিধি দল ঢাকায় এসে বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের একটি স্কুল পরিদর্শন করেছে। ঢাকার কূটনৈতিক একটি সূত্র বলছে, দেশে তৈরি পোশাক শিল্প খাতে যখন ন্যূনতম মজুরিসহ শ্রমিকদের নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে, ঠিক সেই সময়ে ঢাকায় ইইউর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সফরে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি অবধারিতভাবে আলোচনায় থাকবে। এর বাইরে শ্রম আইন পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সহিংসতা, নিপীড়ন, শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতাসহ আইএলও’র মানদন্ড অনুযায়ী বাংলাদেশের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হতে পারে। প্রতিনিধি দলটির পাঁচ দিন বাংলাদেশে অবস্থানের কথা রয়েছে।

প্রতিনিধি দলটি ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রতিনিধি দলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া প্রতিনিধি দলটি ঢাকায় কয়েকটি পোশাক কারখানা পরিদর্শনের পাশাপাশি শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর