সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমদাদুল হক মিলনের নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

ইমদাদুল হক মিলনের নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চস্থ

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির ক্রান্তিলগ্নের এক কালপুরুষ। তাঁর হাত ধরেই মুক্তির স্বাদ পায় পরাধীন বাঙালি জাতি। আর এ জাতিরই পথভ্রষ্ট কিছু অকৃতজ্ঞ দুর্বৃত্তের গুলিতে পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে উল্টো পথে চলছে স্বদেশ। ১৫ আগস্টের ট্র্যাজেডি নিয়ে ‘নেতা যে রাতে নিহত হলেন’ নামে নাটক লিখেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। নির্দেশনায় ছিলেন রেজানুর রহমান। নাটকটি প্রযোজনা করেছে নাটকের দল এথিক। আর নাটকটি প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা সাংবাদিক বহুমুখী পরিবার সমবায় সমিতি লিমিটেড। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি দলের ১২তম প্রযোজনার নাটক।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-সুকর্ণ হাসান, মনি কাঞ্চন, মিন্টু সর্দার, রিজভী আহমেদ, আজিম উদ্দীন, মনিরুল হক ঝলক, তরিকুল রিমন, এসপি খান শাওন, রেজিনা রুনি, মাহফুজা আফনান অপ্সরা, রুবেল প্রমুখ।

মঞ্চায়নের উদ্বোধন করেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও নাটকটির লেখক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর