সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মুসলিমরা এক উম্মাহ, কোথায় হইচই কোথায় শব্দ : প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক

ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিশ্ব মানবিকতার বিবেক এখন কোথায়? নবী করিম (সা.) মানুষের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন। মুসলমানের জন্য ভালোবাসার কথা বলেননি, সারা পৃথিবীর মানুষের জন্য বলেছেন। মহানবী বিশ্বে মানবিকতার বার্তা দিয়ে গেছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী-২০২৩ উপলক্ষে ‘হজরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান), অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর