মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বরিশালে নতুন মেয়র দায়িত্ব নিচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত দায়িত্ব নিচ্ছেন আজ। এ লক্ষ্যে নগরী সাজানো হয়েছে নবরূপে। সকাল ১০টায় নগরভবনের সামনের সড়কে অস্থায়ী প্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নিবেন খোকন সেরনিয়াবাত। অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এদিকে গত ৭ জুন নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত নতুন বরিশাল গড়তে ৩৫ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা করেন। মহাপরিকল্পনার মাধ্যমে জনবান্ধব নগরী বিনির্মাণ, অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়নের মাধ্যমে কর ব্যবস্থায় শৃঙ্খলা আনয়ন, ট্রেড লাইসেন্স সহজীকরণ করে অনলাইন সেবা চালু, বাড়ির প্ল্যান অনুমোদন সহজীকরণ ও ভীতিমুক্ত করা, খাল খননে বিশেষ উদ্যোগ গ্রহণ, বর্ধিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ, ‘জনতার মখোমুখি মেয়র’ শীর্ষক নিয়মিত মতবিনিময়, সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক নগরী প্রতিষ্ঠা, তরুণদের জন্য আইটি নগরী প্রতিষ্ঠাসহ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ইউএনডিপির অর্থায়নে পুনরায় সিডিসি কার্যক্রম চালু, শিশু বিকাশের জন্য বিনোদন কেন্দ্র ও পার্ক নির্মাণ, বরিশালকে শিল্প-বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়ন করে নতুন বরিশাল গড়ার স্বপ্ন দেখান তিনি। তিনি নির্বাচিত হওয়ার পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলো সামনে উঠে আসে।

নগর উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিয়ে আশা-আকাক্সক্ষার সৃষ্টি হয়েছে। জনগণের স্বার্থে বা নগরবাসীর উপকার হয় এমন কাজগুলো তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগে করবেন বলে তারা প্রত্যাশা করেন।

 

সর্বশেষ খবর