বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দায়িত্ব নিলেন খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের নতুন মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশাল সিটি করপোরেশন হবে হয়রানিমুক্ত একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। সিনিয়র সিটিজেনরা এখানে বিশেষ মর্যাদা পাবেন। প্রত্যেকে দ্রুত সেবা পাবেন। নির্বাচনের প্রাক্কালে দেওয়া ৩৫টি প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। গতকাল দুপুরে বরিশাল নগর ভবনের সামনে অস্থায়ী প্যান্ডেলে নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নতুনভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। মানুষের সেবা করবেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতি করবেন। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নতুন মেয়র। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নতুন মেয়রকে সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বরিশালবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ। সুধী সমাবেশ শেষে নতুন মেয়র নগর ভবনে প্রবেশ করে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের দুই পক্ষ চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অভিষেক অনুষ্ঠানস্থল ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১২ জুন সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। ৩ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে পঞ্চম পরিষদের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। মেয়াদ পূর্তির পাঁচ দিন আগে ৯ নভেম্বর মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে অব্যাহতি নেন সদ্য বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর