বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কক্সবাজার রেললাইন

উদ্বোধনের তিন দিন পরই হ্যান্ডেল ক্লিপ চুরির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দোহাজারী-কক্সবাজার রেললাইনটি উদ্বোধন করা হয় ১১ নভেম্বর শনিবার। উদ্বোধনের তিন দিন পরই রেললাইনের হ্যান্ডেল ক্লিপ চুরির চেষ্টা করা হয়েছে। গত রবিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশের রক্ষিতবাড়ি ও কালীমন্দির এলাকায় চুরির চেষ্টাকালে দায়িত্বরত আনসাররা দেখে ফেলায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। জানা যায়, নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইনের চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশের রক্ষিতবাড়ি ও কালীমন্দির এলাকায় গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে রেললাইনে শক্ত বস্তু দিয়ে আঘাত করে এগুলো খুলে ফেলার আওয়াজ শোনা যায়। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা এগিয়ে গেলে চার-পাঁচজন লোক কিরিচ ও হাতুড়ি হাতে রেললাইন থেকে নেমে পূর্ব পাশের বিলের দিকে চলে যায়। ৫০০ মিটারের মধ্যে অন্তত ১১ থেকে ১২টি হ্যান্ডেল ক্লিপ খোলা অবস্থায় পাওয়া যায়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, গত রবিবার রাতে রেললাইনের হ্যান্ডেল খোলার আওয়াজ পাওয়া যায়। এ সময় আনসার সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

 বিষয়টি আমরা প্রকল্প পরিচালক ও উপপরিচালককে অবহিত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে পুরো রেললাইন পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। সাতকানিয়া উপজেলা এলাকায় ৫৭ জন আনসার সদস্য দিয়ে নিয়মিত পাহারা দিচ্ছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর