বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘুরে দেখল বসুন্ধরা শুভসংঘ স্কুল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের তিস্তার চরচল্লিশার বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রথম শ্রেণির ১২ শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেছে। গতকাল দুপুরে তারা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখে এবং উপাচার্যের সঙ্গে মতবিনিময় করে। প্রত্যন্ত চরের এসব শিক্ষার্থী ভিসির সঙ্গে দেখা করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়ে। উপাচার্যের সামনে লক্ষীটারী ইউনিয়নের চরচল্লিশা এলাকার আল আমিন বুকভরা স্বপ্ন নিয়ে বলে, ‘আমার বাবা অন্ধ। একসময় বাবাকে নিয়ে ভিক্ষে করতাম।’ দুই ভাই দুই বোন রয়েছে তার। চরচল্লিশা থেকে অন্য স্কুলের দূরত্ব ৫-৬ কিলোমিটার। বর্ষায় পানিতে এবং খরায় বালুর স্তূপ পেরিয়ে স্কুলে যাওয়া সম্ভব হতো না। বসুন্ধরা শুভসংঘের স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করছে শিশুরা। আল আমিন বলে, তার স্বপ্ন বড় পুলিশ অফিসার হওয়ার। সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চায়। তার মতো অন্য শিক্ষার্থীরাও তাদের স্বপ্নের কথা তুলে ধরে বেরোবির উপাচার্য় ড. মো. হাসিবুর রশীদের কাছে।

এ সময় উপাচার্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এমডি সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময় ভালো কাজ করে। তাদের এ ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের মানুষ আরও উপকৃত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, জনসংযোগ ও তথ্য প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আদর রহমান, রংপুর জেলা শুভসংঘের সভাপতি সাদাকাত হোসেন, সাধারণ সম্পাদক মো. তানজিম হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর