বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইপিও অনুমোদন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হওয়া উচিত : ডিএসই এমডি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেছেন, আইপিওর যাচাইবাছাইয়ে স্টক এক্সচেঞ্জের আরও ভূমিকা থাকা উচিত। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানি তালিকাভুক্তির চূড়ান্ত অনুমোদন থাকা দরকার। আগে এক্সচেঞ্জের ভালো ভূমিকা ছিল, এখন অনেকটাই কম। গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান। সাধারণ সম্পাদক আবু আলী সঞ্চালনা করেন।

তারিকুজ্জামান বলেন, বর্তমানে আইপিওসহ সব ধরনের পাবলিক অফারের অনুমোদন দেয় বিএসইসি। বিশ্বের বিভিন্ন দেশে আলাদা আইন রয়েছে। কোথাও স্টক এক্সচেঞ্জ অনুমোদন দেয় আবার কোথাও রেগুলেটর অনুমোদন দেয়। আমাদের দেশে আগে থেকেই রেগুলেটর আইপিও অনুমোদন দিয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর