বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় বাগযুদ্ধে দুই দল

উন্নয়নের নামে মিথ্যাচারের প্রতিবাদ বিএনপির, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থায় যাবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অবকাঠামো উন্নয়ন ও আন্দোলন ইস্যুতে এবার বাগযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। ‘গত ১৩ নভেম্বর খুলনার জনসভায় উন্নয়নের নামে মিথ্যাচার’ বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। জবাবে বিএনপির বিভ্রান্তিকর ওই বিবৃতি প্রত্যাহার ও ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে ভবিষ্যতে বিভ্রান্তিকর বক্তব্য দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়ার কথা বলা হয়। এদিকে বড় দুই দলের পাল্টাপাল্টি এই বাগযুদ্ধে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। জানা যায়, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। ওই রাতে গণমাধ্যমে পাঠানো জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর বিবৃতিতে বলা হয়, ‘গণতন্ত্র ফিরিয়ে ভোটাধিকার পুনরুদ্ধারের যোদ্ধাদের সম্পর্কে অত্যন্ত নিচু ভাষায় দলীয় নেতা-কর্মীদের সামনে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল ও দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ করে শিল্পনগরী খুলনাকে অন্ধকার যুগে ঠেলে দেওয়া হয়েছে। এ ছাড়া খুলনা বিমানবন্দর স্থাপন ও খানজাহান আলী সেতু উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’ তবে বিএনপির বিভ্রান্তিকর বিবৃতির প্রতিবাদ জানিয়ে গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, প্রকৃতপক্ষে বিএনপি সরকারের সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোনো উন্নয়নই হয়নি। বরং তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো একে একে বন্ধ করে দিয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর