বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে রাবিতে নবান্ন উৎসব উদযাপন

রাবি প্রতিনিধি

আজ পয়লা অগ্রহায়ণ। চিরায়ত বাংলার ঐতিহ্য ধরে রাখতে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক আবদুল আলিম ও এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অনুষদের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  উৎসবের উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আনন্দ ও উদ্দীপনায় শোভাযাত্রা নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, নবান্ন বাঙালি চিরায়ত সংস্কৃতির অংশ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর