বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে না আসার ঘোষণা দেওয়া দল নিয়ে আলোচনা হয়নি : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে না আসার ঘোষণা দেওয়া দল নিয়ে আলোচনা  হয়নি : ইসি সচিব

নির্বাচনে না আসার ঘোষণা দেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল বা জোটের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সভায় কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। যারা নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে, তাদের বিষয়ে ইসির সভায় কোনো আলোচনা হয়েছে কি না, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারবহির্ভূত বিধায় আজকের সভায় কোনো আলোচনাই হয়নি।’ আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল অনুযায়ী রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করবে, মনোনয়ন দাখিল করবে, বাছাইয়ে উন্নীত হবে, প্রচারণায় যাবে।

তখন থেকে পদপ্রার্থীদের সব ধরনের সমতল অবস্থা (লেভেল প্লেয়িং ফিল্ড) প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পিছপা হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর