শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভেঙে ফেলা হচ্ছে ৫০ বছরের পুরনো গল্লামারী সেতু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভেঙে ফেলা হচ্ছে ৫০ বছরের পুরনো গল্লামারী সেতু

খুলনার গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর অর্ধশত বছরের পুরনো সেতু ভাঙার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। গত দুই দিনে সেতুর প্রায় ২০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘদিনের পুরনো সেতু ভাঙার কাজ দেখতে শত শত মানুষ দুই পাশে ভিড় করছে। জানা যায়, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ নগরীর এ স্থানে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরির লক্ষ্যে প্রায় ৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে স্টিল আর্চ আকৃতির (খিলান) সেতু নির্মাণ করা হবে। ঢাকার হাতিরঝিলের আদলে সেতুটিতে পাশাপাশি দুটি অংশে চার লেনে যানবাহন চলাচল করবে। আলাদা ছাউনি থাকবে দুই অংশেই। দৈর্ঘ্য ৭০ মিটার, প্রস্থ ২০ মিটার। ময়ূর নদের পানির স্তর থেকে সেতুর উচ্চতা হবে ৫ মিটার। নদের মধ্যে কোনো পিলার থাকবে না। জানা যায়, প্রায় ৫০ বছর আগে ময়ূর নদের ওপর গল্লামারী সেতুটি নির্মাণ করা হয়। তবে এ পথে যানবাহনের চলাচল বাড়তে থাকায় ২০১৫ সালে সেতুটির পাশে আরও একটি সেতু নির্মাণ করা হয়। ২০২১ সালে দুটি সেতু ভেঙে সেখানে চার লেনের নতুন সেতু নির্মাণের পরিকল্পনা করে সড়ক বিভাগ। গত ১২ অক্টোবর খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে ব্যস্ততম প্রবেশদ্বার গল্লামারীতে সেতু ভাঙার কাজ শুরু হওয়ায় যানজট বেড়েছে। ফলে শহরে প্রবেশের ক্ষেত্রে বিকল্প সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড রোড ব্যবহারের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বলেন, দেড় বছর মেয়াদকালে ২০২৫ সালের এপ্রিল-মে’র মধ্যে নির্মাণকাজ শেষ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর