শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তো সংলাপ নাকচ করে দিয়েছে। তারা বলেছে, এখন সংলাপের কোনো পরিবেশ নেই। আমরা সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। গতকাল শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা প্ররোচনায় ক্যাপিটাল হিলে হামলা হওয়ার পর সেই সন্ত্রাসীদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র প্রশাসন বা সরকার আলোচনায় বসেছে? বরং তাদের গ্রেফতার করা হয়েছে, বিচার হচ্ছে। আমাদের দেশেও যারা গাড়ি পোড়াচ্ছে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না। আলোচনা হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে।

বৈশ্বিক অঙ্গনে সন্ত্রাস দমনের ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমাদের বন্ধুরাষ্ট্রগুলোর পরামর্শের মূল্য আমাদের কাছে অবশ্যই আছে। পাশাপাশি সিদ্ধান্ত নিতে হয় দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য। আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, আমরাই নেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর