শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে ৩৬ জনের অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব ও দুস্থ আরও ৩৬ রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং ঢাকাস্থ মান্দারপুর সমিতির যৌথ উদ্যোগে এ অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। সার্জারিতে অংশ নেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডা. মজুমদার গোলাম রাব্বি ও ডা. আক্তার ফেরদৌসি জাহান। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব ও দুস্থ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকেই এমন উদ্যোগ চলে আসছে। সারা দেশে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৯০৮ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। গত ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে একটি চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ড. আইউবুর রহমান স্মরণে মা আমেনা গফুর হাসপাতালে বিনামূল্যে ৬ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। সেখানকার ৩৬ জন রোগীর অপারেশন করা হয়েছে গতকাল। কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রাম থেকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে আসা আনোয়ারা বেগম (৬৫) বলেন, ‘কয়েক বছর যাবৎ সবকিছু ঝাপসা দেখি। ছোট ছেলেকে নিয়ে মেয়ের সঙ্গে থাকি। অভাবের সংসারে মেয়ের পক্ষে আমার চোখের চিকিৎসা করানো সম্ভব না। কিছুদিন আগে আমাদের গ্রামে কয়েকজন ডাক্তার যান, সেখানে ফ্রিতে চোখ দেখাই। এরপর অপারেশনের জন্য তাঁরা আমাকে এখানে নিয়ে এসেছেন। অপারেশন, থাকাখাওয়া, যাতায়াত খরচ সবই এ হাসপাতাল বহন করছে। আল্লাহ যেন তাদের ভালো করেন।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর